slider

শাহ্ সিমেন্ট নিবেদিত ‘উদ্দীপ্ত তারকার গল্প’ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম

  • কুইজে অংশ নিতে প্রশ্নের বিকল্প উত্তরের মধ্য হতে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তর মিলবে পুরো ভিডিওটি দেখলেই।
  • উত্তর নির্ধারণের পর সাবমিট করার সময় আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে।
  • একটি ফোন নম্বর দিয়ে প্রতি পর্বে একবারই কুইজে অংশ নেয়া যাবে।
  • ১০ পর্বের এই আয়োজনে ১০ জন উদ্দীপ্ত তারকার গল্প থাকবে এবং থাকবে ১০টি কুইজ পর্ব।
  • প্রতি পর্বে কুইজে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী পাবেন পুরস্কার।
  • প্রতি পর্বে কুইজে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী পাবেন পুরস্কার। বিজয়ীদের প্রমাণস্বরুপ নিজ পরিচয়পত্র/জন্মনিবন্ধন প্রদান করতে হবে।

বাইশ গজের পিচ এবং ব্যক্তিজীবনের প্রতিকূলতা জয়ের গল্পে যাঁরা প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছেন, উদীয়মান ও সম্ভাবনাময় সেরকম ১০ জন ক্রিকেটারের জানা–অজানা চমকপ্রদ তথ্য নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন শাহ্ সিমেন্ট নিবেদিত ‘উদ্দীপ্ত তারকার গল্প’

বিশ্বকাপ ক্রিকেটের এই উল্লাসময় সময়ে উপভোগ করুন প্রিয় দল ও প্রিয় ক্রিকেটারের খেলা। আর চোখ রাখুন শাহ্ সিমেন্ট এবং প্রথম আলোর ফেসবুক পেজে।

সময় বাকি

  • - দিন
  • - ঘণ্টা
  • - মিনিট
  • - সেকেন্ড

প্রশ্ন: প্রথম কনকাশন-বদলি হয়ে লাবুশেন কার বদলে নেমেছিলেন
slider